নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ওই প্রতীক দেওয়া যাচ্ছে না।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।
এ সময় পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, আমাদের কোনো কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা আর সমন্বয়য়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।
নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না বলে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে দেখিয়ে দিতে চাই, এ দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। পুলিশ জনবান্ধব পুলিশে পরিণত হতে চলেছে। পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না। আমরা আচরণে নম্র কিন্তু দায়িত্ব পালনে কঠোর।
তিনি আরও বলেন, সারা দেশে ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনকেন্দ্রিক এমন প্রশিক্ষণ আগে কখনও হয়নি। এখানে অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মকভাবে সহযোগীতা করতে প্রস্তুত। একটি সুষ্ঠু নির্বাচন করে আমরা দেখিয়ে দিতে চাই এদেশের পুলিশ জনগণের জন্য, রাষ্ট্রের জন্য।
এ সময় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিটিএসবি (ডিসি) আফজল হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।