• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসিস্ট স্বৈরাচারের দুই দোসর কুয়েটের ভিসি পদের জন্য আবেদন করেছেন, চালাচ্ছেন জোর লবিং অপরাধ অনুসন্ধানের যুগপূর্তি উৎসব: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কক্সবাজারে মিথ্যা অভিযোগে শিকার দিলীপ কুমার আগরওয়ালা  দীর্ঘদিন কারাগারে ইউসিবিএল এর চেয়ারম্যানের অর্থপাচার এর তদন্ত করছে সি আই ডি সমাজ কল্যাণের টাকা হাতিয়ে নিচ্ছে উম্মুল খায়ের সিদ্দিকা!! ‘শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন’ পিএসদের দুর্নীতির কথা শুনলে আনন্দে ডিগবাজি দেবেন শেখ হাসিনা: রিজভী ফরিদপুরে সরকারি জমিতে পলাতক এমপির নজর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় ৭ পদক্ষেপ হাসপাতালের টয়লেটের ঝুড়িতে মিলল নবজাতকের মরদেহ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

২৪ ঘন্টা / ১৫২
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। নিজেদের ও দেশের স্বার্থে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ভাষণে ডিসেম্বর থেকে জুনের মধ্য নির্বাচন আয়োজনের বিএনপির আস্থা আছে কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস এতে কোন রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বার বার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবেনা।

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছেনা। বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।

জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট শুধুর স্বাধীনতার ঘোষণা দেয় নাই, একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে ৯ মাস লড়াই করে করে বিজয় লাভ করে। এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আমাদের অসংখ্য মা বোন তাদের সম্মান হারিয়েছে। অসংখ্য ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এ স্বাধীনতা লাভ অর্জন হয়েছে।

মির্জা ফখরুল বলেন, একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর জাতির ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন নির্যাতন করছে। দীর্ঘ আন্দোলনের পর ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ বিপ্লবের পর নতুন করে বাংলাদেশ গড়া সৃষ্টি হয়। আমরা আশা করবো নূন্যতম সংস্কার শেষে অন্তবর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ঘোষণা দিবেন।

শ্রদ্ধা নিবেদনকালে দলটি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মজনু, উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণ বিকেলে বঙ্গভবনে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এই ক্যাটেগরির আরও খবর