আজ (৩ডিসেম্বর) মঙ্গলবার, বাদ আসর জামালপুরে মেলান্দহ বড় মসজিদ গেট থেকে উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ এর সভাপতিত্বে, উপজেলা সাধারণ সম্পাদক মুফতি সোলাইমানের সঞ্চালনায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনের কার্যালয়ে হামলার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মেলান্দহ উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় আমেলার নির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দীন। তিনি প্রধান অতিথির বক্তব্যে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের কড়া সমালোচনা করেন। বলেন, ১৯৭১সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভরতের মাথা গরম, তারা কখনো বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে চাইনি। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সর্বদা আপোষহীন। সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে যে হামলা করেছে, তা একটি সুপরিকল্পিত হামলা। যাতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিহতের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
তিনি বলেন, এমন সুপরিকল্পিত ঘটনায় ভারতকে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এই আন্দোলন দিন দিন প্রকট আকার ধারণ করবে। যার ফলে ভারত তার সেভেন সিস্টার্স রক্ষা করতে পারবে না। আমরা বাংলাদেশের মনুষ দেশ ও ইসলাম রক্ষায় জীবন দিতে সদা প্রস্তুত। আমরা হামলা, মামলা ইত্যাদিকে কখন ভয় করনি করবোও না। আমরা শান্তি প্রিয় মানুষ শান্তিতে থাকতে চাই, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। যদি আমাদের সাথে লড়তে আসেন, তাহলে আমরাও চূড়ান্ত লড়ায়ের ঘোষণা দিবো ইনশাআল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল ওয়াহেদ, সহ সভাপতি- মেলান্দহ উপজেলা জমিয়ত, মাওলানা আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক-মেলান্দহ পৌর শাখা, হাফেজ ইসহাক,
যুগ্ম সাধারণ সম্পাদক- উপজেলা, মুফতি ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- মেলান্দহ উপজেলা জমিয়ত, মুফতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক-মেলান্দহ উপজেলা জমিয়ত, মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক- মেলান্দহ পৌর শাখা জমিয়ত, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক- মেলান্দহ উপজেলা জমিয়ত, মাওলানা আব্দুল মান্নান, অর্থ সম্পাদক- উপজেলা জমিয়ত, মুফতি সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক- উপজেলা জমিয়ত এবং উপজেলা জমিয়তের দফতর সম্পাদক মাওলানা ইসমাইল হোসেনসহ জেলা উপজেলা ও পৌর শাখা জমিয়তের নেতৃবৃন্দ।