• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী গুম-খুন-লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

২৪ ঘন্টা / ২০
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ঢাকার দশটি পয়েন্টে ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী হবে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান। ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি।

চলচ্চিত্র প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর নিম্নলিখিত স্থানে :

১. টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়২. যাত্রাবাড়ী পার্ক

৩. রবীন্দ্রসরোবর, ধানমন্ডি

৪. খিলগাঁও শান্তি পার্ক

৫. মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ)

৬. উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ

৭. উত্তরার জমজম টাওয়ার

৮. মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ)

৯. বনানী এলিফ্যান্ট রোড

১০. হাতিরঝিল (রামপুরা প্রান্ত)

প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি আয়োজনে চলবে ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।


এই ক্যাটেগরির আরও খবর