• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা কাজী ওয়াহিদ হচ্ছেন রূপালী ব্যাংকের এমডি বিডিকলিং আইটি’র নতুন কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস মিরপুর বি আর টির আনসার সদস্য বাদলের আমলনামা ভারতকে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে- মুফতি শামছুদ্দীন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া কে এই শরীফ জহির?? ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন: রিজওয়ানা হাসান চড়া দামে আটকা তেল-আলু-পেঁয়াজ, স্বস্তি আমনের নতুন চালে

জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন: রিজওয়ানা হাসান

২৪ ঘন্টা / ১৫
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা ইসকন নিষিদ্ধের ব্যাপারে যে দাবি উঠেছে সে বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকের বিষয় জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে। চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে। সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেবো। আমরা বারবার বলেছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেবো।

তিনি বলেন, নির্বাচনে আমাদের যেতেই হবে। এটা আমাদের কাজ। একই সঙ্গে তাদের (রাজনৈতিক দল) সংস্কারের বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। তারা কখনো কখনো বলছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য। সে সময়টার ব্যাপারে আমরা অবস্থান নিতে পারছি না। কারণ সংস্কার প্রস্তাব কী আসবে, সংস্কারে কতটুকু সময় লাগবে, এটা না জেনে নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। বারবার বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে।


এই ক্যাটেগরির আরও খবর