• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমাদের একতার শক্তিতে, কলাপাড়া উপজেলা ছাত্রদলকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যাবোঃ কাজী ইয়াদুল ইসলাম তুষার কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সম্পাদক সোহেল রানা জনি জ্যোতিষী ছালাম শিকদারের দৃষ্টিতে কেমন হবে বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা রূপালী ব্যাংকের এমডি হলেন জুলাই গণহত্যার আসামী ফ্যাসিবাদ কোনো ব্যক্তি নয়, মানসিক রোগের নাম: জহির উদ্দিন স্বপন চেয়ারম্যান-কমিশনার পদত্যাগ না করায় বিএসইসিতে কর্মবিরতি রাজউকের পরিকল্পনাবিদ আশরাফুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভাগ্য খুলল ইবতেদায়ি শিক্ষকদের পবিত্র কোরআনে বর্ণিত জাকাত বণ্টনের খাতসমূহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

২৪ ঘন্টা / ১২
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হল, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাযার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাই নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্টে লেখেনে,হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ।

এর কিছু আগে, আরেক পোস্টে তিনি বলেন, আয়নাঘর, হাসিনার হত্যা, আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এর আগে, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। আবুল কাশেমের মৃত্যুর খবরের পরই আওয়ামী লীগের ওপর চটেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


এই ক্যাটেগরির আরও খবর