Menu

রংপুর মেডিকেলে ইণ্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

  • Print
রংপুর, ৭ এপ্রিল (দৈনিক চব্বিশ ঘণ্টা):  সন্ত্রাসীদের গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট এখনো অব্যাহত রয়েছে। এদিকে চিকিৎসকদের ধর্মঘটে ভোগানিত্মতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা্। 
রবিবার দুপুরে ডক্টর হোস্টেলে ঢুকে দুই ইণ্টার্ন ডাক্তারকে মারপিটের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। 
ইণ্টার্ন ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপস্নব জানান, ইন্টার্ন ডাক্তার আবু বক্কর সিদ্দিক  ও রেদওয়ানুল হক রিয়াদ মেডিকেল কলেজের পাশে ড. মিলন হোস্টেলের কক্ষে বসে দুপুর ১২টার দিকে কথা বলছিলেন। এসময় বহিরাগত কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ কক্ষে প্রবেশ করে তাদের মারপিট শুরম্ন  করে এবং তাদের সবকিছু ছিনিয়ে নেয়।
তিনি জানান,  তাদের চিৎকারে অন্যান্য কক্ষ থেকে ডাক্তাররা ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইণ্টার্ন ডাক্তার এসোসিয়েশন জরুরি সভা করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সন্ধ্যা থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু করেন।
ধর্মঘটের বিষয়ে কোতয়ালী থানা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 
ইন্টার্ণ চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও আমাদের দাবী আদায় না হওয়া পর্যনত্ম ধর্মঘট চলবে।
back to top
United Kingdom Bookmaker CBETTING claim Coral Bonus from link.

প্রধান সম্পাদকঃ  তাজ চৌধুরী                          সম্পাদকঃ  মোঃ জাকির হোসেন
ঠিকানাঃ  ২২০ জুবিলি স্ট্রিট, লন্ডন ই১ ৩বিএস, যুক্তরাজ্য
ফোনঃ  ০২০৮৫২৩৫৯৯৯,  ০৭৯৫১৪৫২৭৩৬
ইমেইলঃ  admin@chobbishghanta.com